মেলবোর্ন টেস্টে ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি তুলে নিলেন ওয়ার্নার

মেলবোর্ন টেস্টে ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি তুলে নিলেন ওয়ার্নার




৬৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে আর আগে সেঞ্চুরি ছিলো ২০টি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ সেটিকে নিয়ে গেলেন ২১টি তে। ১৩০ বলে ১৩টি চার ও ১টি ছয়ের মাধ্যমে পূর্ণ করেন আজকের সেঞ্চুরি।





ইংল্যান্ডের সাথে আজ অ্যাশেজের ৪র্থ টেস্টের প্রথম দিনের প্রথম বল থেকেই ছিলেন সাবলীল। বেনক্রাফটকে সাথে নিয়ে ওপেনিং জুটিতে করেন ১২২ রান। আজ ইংল্যান্ডের কোন বোলারই পাত্তা পাননি দুই ওপেনারের কাছে।

৬৪ বলে অর্ধশত পূর্ণ করেন ওয়ার্নার। এই অর্ধশত করার সময় ৬টি বাউন্ডারি মারেন তিনি। ২৭.৩ ওভার দলীয় ১০০ রান পূর্ণ হয় দুই ওপেনারের ব্যাট থেকে। দলীয় ১০০ রানের মধ্যে ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৮৩ রান এ থেকে বোঝা যায় আজ কতটা আক্রমণাত্মক ডেভিড ওয়ার্নার।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার বোর্ডে জমা হয় কোন উইকেট না হারিয়ে ১০২ রান। লাঞ্চ থেকে ফিরে ওয়ার্নার আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। এবং ১৩০ বলে পূর্ণ করেন নিজের ২১তম সেঞ্চুরি।

শেষ কখন পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ১ উইকেট হারিয়ে ১৩১। দুই অপরাজিত ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ১০০* ও উসমান খাজা ৪*। আউট হয়েছেন বেনক্রাফট ৯৫ বলে ২৬ রান করে।


Comments

Popular posts from this blog

আর্জেন্টিনায় আসলে,তাদের খুজে পাওয়া যায়না।কিন্তু গোল তো অহরহ দিচ্ছে ক্লাব এ, জাতীয় দলে কি এমন সমস্যা?

এনসিএলে এনামুলের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি

কেমন ছিল এ পর্যন্ত তামিমের ওপেনিং সঙ্গীরা