Posts

Showing posts from December, 2017

২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ সিরিজের তালিকা প্রকাশ!

Image
২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ সিরিজের তালিকা প্রকাশ! আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী আগামী দুই বছর ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ দল। দেশে ও বিদেশে নিয়মিত সিরিজ ও টুর্নামেন্টে খেলবে টাইগাররা। চলতি আগস্টে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে দুই টেস্টের সিরিজ খেলার পর ২০০৮-০৯ এরপর প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। সিরিজে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর আগামী বছর জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। তবে বিসিবি সিরিজটি চলতি বছর ডিসেম্বরে নিয়ে আসতে চাচ্ছে। সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। মার্চ, ২০১৮’র দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। তবে এই সময়টায় বড় দলগুলোর (ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া) সাথে সিরিজ আয়োজনের জোর চেষ্টা চালাচ্ছে ক্রিকেট বোর্ড। একই বছর নভেম্বরে ফিরতি সফরে বাংলাদেশ আসবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ওয়েস্ট ইন্ডিজের পর ২০১৯ সালের জানুয়ারিতে তিনটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আসবে জিম্বাবুয়ে।

কেমন ছিল এ পর্যন্ত তামিমের ওপেনিং সঙ্গীরা

Image
তামিম ইকবাল বাংলাদেশের ওপেনিংকে লীদ দিচ্ছেন সেই ২০০৭ সাল থেকেই। আর সেই ২০০৭ সাল থেকেই তামিমের ওপেনিং পার্টনাররা ছিলেন অনিয়মিত। একবার একেকজন আসলেও নিজের জায়গাটা ঠিকেই ধরে রেখছেন এই হার্ডহিটার ওপেনিং ব্যাটসম্যান এক নজরে দেখে নেওয়া যাক তামিমের সম্প্রতি ওপেনিং পার্টনারদেরঃ ১। এনামুল হকঃ ২০১৪ সাল থেকে বাংলাদেশ দলে নিয়মিত থাক্লেও সুযোগ পেয়ে আন ২০১৫ বিশ্বকাপেই। আর সেই বিশ্বকাপেই কাল হয়ে দাঁড়ায় আনামুলের জন্য। স্কটল্যান্ডের বিপক্ষে যে  এক ইনজুরিতে দল থেকে বাদ পড়েন, সেই বাদ পড়া থেকে আর আসতে পারেননি ফিরে। আর সেই সুযোগটিকে ভালোমতোই কাজে লাগান সৌম্য। ২। ইমরুল কায়েসঃ অভিষেকের পর থেকেই দলে অনিয়মিত ছিলেন এই বা- হাতি অপেনার। এনামুলের ইন্জুরির পর বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েও নিজেকে মেলে ধরতে পারেন নাই। কিন্তু আপাতত দলে তাকে নিয়মিত দেখা যায়। উনার সমস্যা হলো বড় ম্যাচ বের করে আনতে পারেননা। তার বড় উদাহরণ হলো ইংলেন্ডের বিপক্ষে সেঞ্চুরি করেও দলকে জিতাতে পারেন নি। ৩। সৌম্য সরকারঃ বিধ্বংসী অপেনার বলা যায় সৌম্যকে। ২০১৪ এর শেষের দিকে অভিষেক হয় তার। অভিষেকের পর বড় ইনিংস না খেলেও অনেকের

মেলবোর্ন টেস্টে ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি তুলে নিলেন ওয়ার্নার

Image
মেলবোর্ন টেস্টে ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি তুলে নিলেন ওয়ার্নার ৬৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে আর আগে সেঞ্চুরি ছিলো ২০টি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ সেটিকে নিয়ে গেলেন ২১টি তে। ১৩০ বলে ১৩টি চার ও ১টি ছয়ের মাধ্যমে পূর্ণ করেন আজকের সেঞ্চুরি। ইংল্যান্ডের সাথে আজ অ্যাশেজের ৪র্থ টেস্টের প্রথম দিনের প্রথম বল থেকেই ছিলেন সাবলীল। বেনক্রাফটকে সাথে নিয়ে ওপেনিং জুটিতে করেন ১২২ রান। আজ ইংল্যান্ডের কোন বোলারই পাত্তা পাননি দুই ওপেনারের কাছে। ৬৪ বলে অর্ধশত পূর্ণ করেন ওয়ার্নার। এই অর্ধশত করার সময় ৬টি বাউন্ডারি মারেন তিনি। ২৭.৩ ওভার দলীয় ১০০ রান পূর্ণ হয় দুই ওপেনারের ব্যাট থেকে। দলীয় ১০০ রানের মধ্যে ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৮৩ রান এ থেকে বোঝা যায় আজ কতটা আক্রমণাত্মক ডেভিড ওয়ার্নার। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার বোর্ডে জমা হয় কোন উইকেট না হারিয়ে ১০২ রান। লাঞ্চ থেকে ফিরে ওয়ার্নার আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। এবং ১৩০ বলে পূর্ণ করেন নিজের ২১তম সেঞ্চুরি। শেষ কখন পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ১ উইকেট হারিয়ে ১৩১। দুই অপরাজিত ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ১০০* ও উসমান খ

এনসিএলে এনামুলের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি

Image
ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে ডাবল সেঞ্চুরি করেছিলেন এনামুল হক বিজয়। রংপুরের বিপক্ষে খেলেছিলেন ২১৬ রানের দারুণ ইনিংস। লিগের শেষ রাউন্ডেও দুর্দান্ত ডাবল সেঞ্চুরি তুলে নিলেন বিজয়। দ্বিতীয় রাউন্ডে নিজের প্রথম ম্যাচে ১৭৭ রানে আউট হয়ে ডাবল সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছিলেন খুলনার আরেক ব্যাটসম্যান মেহেদী হাসান। মেহেদীর সামনে ডাবলের সুযোগ থাকার পরও আবার ও ১৭৭ রানেই শরিফের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান তিনি। বিকেএসপিতে দ্বিতীয় দিনে খুলনা তুলেছে ৩৪৭ রান, ঢাকা উইকেট নিতে পেরেছে মাত্র একটি! দিন শেষে খুলনার সংগ্রহ ছিল ১ উইকেটে ৩৭০। তৃতীয দিনে আবার ব্যাট করতে নামেন তারা।দিনের শুরুতে ডাবল সেঞ্চুরির কাছে গিয়েও আউট হন মেহেদী হাসান।ফলে দলীয় ৪৮৪ রানে ভাঙ্গে তাদের ২৯৫ রানের পার্টনারশিপ। দ্বিতীয় দিনে বিজয় ফিফটি পূর্ণ করেন ৪৭ বলে, মেহেদী ৫৪ বলে। ফিফটিকে চা বিরতির আগেই সেঞ্চুরিতে রূপান্তর করেন বিজয়। ১২৭ বলে ১১ চার ও ৪ ছক্কায় স্পর্শ করেন তিন অঙ্ক। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ১৪তম সেঞ্চুরি। চা বিরতির পর মেহেদী তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটে তার চতুর্থ সেঞ্চুরি। ২৩ বছর বয়সি এই ব্যা