Posts

Showing posts from 2017

২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ সিরিজের তালিকা প্রকাশ!

Image
২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ সিরিজের তালিকা প্রকাশ! আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী আগামী দুই বছর ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ দল। দেশে ও বিদেশে নিয়মিত সিরিজ ও টুর্নামেন্টে খেলবে টাইগাররা। চলতি আগস্টে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে দুই টেস্টের সিরিজ খেলার পর ২০০৮-০৯ এরপর প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। সিরিজে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর আগামী বছর জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। তবে বিসিবি সিরিজটি চলতি বছর ডিসেম্বরে নিয়ে আসতে চাচ্ছে। সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। মার্চ, ২০১৮’র দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। তবে এই সময়টায় বড় দলগুলোর (ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া) সাথে সিরিজ আয়োজনের জোর চেষ্টা চালাচ্ছে ক্রিকেট বোর্ড। একই বছর নভেম্বরে ফিরতি সফরে বাংলাদেশ আসবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ওয়েস্ট ইন্ডিজের পর ২০১৯ সালের জানুয়ারিতে তিনটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আসবে জিম্বাবুয়ে।

কেমন ছিল এ পর্যন্ত তামিমের ওপেনিং সঙ্গীরা

Image
তামিম ইকবাল বাংলাদেশের ওপেনিংকে লীদ দিচ্ছেন সেই ২০০৭ সাল থেকেই। আর সেই ২০০৭ সাল থেকেই তামিমের ওপেনিং পার্টনাররা ছিলেন অনিয়মিত। একবার একেকজন আসলেও নিজের জায়গাটা ঠিকেই ধরে রেখছেন এই হার্ডহিটার ওপেনিং ব্যাটসম্যান এক নজরে দেখে নেওয়া যাক তামিমের সম্প্রতি ওপেনিং পার্টনারদেরঃ ১। এনামুল হকঃ ২০১৪ সাল থেকে বাংলাদেশ দলে নিয়মিত থাক্লেও সুযোগ পেয়ে আন ২০১৫ বিশ্বকাপেই। আর সেই বিশ্বকাপেই কাল হয়ে দাঁড়ায় আনামুলের জন্য। স্কটল্যান্ডের বিপক্ষে যে  এক ইনজুরিতে দল থেকে বাদ পড়েন, সেই বাদ পড়া থেকে আর আসতে পারেননি ফিরে। আর সেই সুযোগটিকে ভালোমতোই কাজে লাগান সৌম্য। ২। ইমরুল কায়েসঃ অভিষেকের পর থেকেই দলে অনিয়মিত ছিলেন এই বা- হাতি অপেনার। এনামুলের ইন্জুরির পর বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েও নিজেকে মেলে ধরতে পারেন নাই। কিন্তু আপাতত দলে তাকে নিয়মিত দেখা যায়। উনার সমস্যা হলো বড় ম্যাচ বের করে আনতে পারেননা। তার বড় উদাহরণ হলো ইংলেন্ডের বিপক্ষে সেঞ্চুরি করেও দলকে জিতাতে পারেন নি। ৩। সৌম্য সরকারঃ বিধ্বংসী অপেনার বলা যায় সৌম্যকে। ২০১৪ এর শেষের দিকে অভিষেক হয় তার। অভিষেকের পর বড় ইনিংস না খেলেও অনেকের

মেলবোর্ন টেস্টে ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি তুলে নিলেন ওয়ার্নার

Image
মেলবোর্ন টেস্টে ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি তুলে নিলেন ওয়ার্নার ৬৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে আর আগে সেঞ্চুরি ছিলো ২০টি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ সেটিকে নিয়ে গেলেন ২১টি তে। ১৩০ বলে ১৩টি চার ও ১টি ছয়ের মাধ্যমে পূর্ণ করেন আজকের সেঞ্চুরি। ইংল্যান্ডের সাথে আজ অ্যাশেজের ৪র্থ টেস্টের প্রথম দিনের প্রথম বল থেকেই ছিলেন সাবলীল। বেনক্রাফটকে সাথে নিয়ে ওপেনিং জুটিতে করেন ১২২ রান। আজ ইংল্যান্ডের কোন বোলারই পাত্তা পাননি দুই ওপেনারের কাছে। ৬৪ বলে অর্ধশত পূর্ণ করেন ওয়ার্নার। এই অর্ধশত করার সময় ৬টি বাউন্ডারি মারেন তিনি। ২৭.৩ ওভার দলীয় ১০০ রান পূর্ণ হয় দুই ওপেনারের ব্যাট থেকে। দলীয় ১০০ রানের মধ্যে ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৮৩ রান এ থেকে বোঝা যায় আজ কতটা আক্রমণাত্মক ডেভিড ওয়ার্নার। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার বোর্ডে জমা হয় কোন উইকেট না হারিয়ে ১০২ রান। লাঞ্চ থেকে ফিরে ওয়ার্নার আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। এবং ১৩০ বলে পূর্ণ করেন নিজের ২১তম সেঞ্চুরি। শেষ কখন পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ১ উইকেট হারিয়ে ১৩১। দুই অপরাজিত ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ১০০* ও উসমান খ

এনসিএলে এনামুলের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি

Image
ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে ডাবল সেঞ্চুরি করেছিলেন এনামুল হক বিজয়। রংপুরের বিপক্ষে খেলেছিলেন ২১৬ রানের দারুণ ইনিংস। লিগের শেষ রাউন্ডেও দুর্দান্ত ডাবল সেঞ্চুরি তুলে নিলেন বিজয়। দ্বিতীয় রাউন্ডে নিজের প্রথম ম্যাচে ১৭৭ রানে আউট হয়ে ডাবল সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছিলেন খুলনার আরেক ব্যাটসম্যান মেহেদী হাসান। মেহেদীর সামনে ডাবলের সুযোগ থাকার পরও আবার ও ১৭৭ রানেই শরিফের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান তিনি। বিকেএসপিতে দ্বিতীয় দিনে খুলনা তুলেছে ৩৪৭ রান, ঢাকা উইকেট নিতে পেরেছে মাত্র একটি! দিন শেষে খুলনার সংগ্রহ ছিল ১ উইকেটে ৩৭০। তৃতীয দিনে আবার ব্যাট করতে নামেন তারা।দিনের শুরুতে ডাবল সেঞ্চুরির কাছে গিয়েও আউট হন মেহেদী হাসান।ফলে দলীয় ৪৮৪ রানে ভাঙ্গে তাদের ২৯৫ রানের পার্টনারশিপ। দ্বিতীয় দিনে বিজয় ফিফটি পূর্ণ করেন ৪৭ বলে, মেহেদী ৫৪ বলে। ফিফটিকে চা বিরতির আগেই সেঞ্চুরিতে রূপান্তর করেন বিজয়। ১২৭ বলে ১১ চার ও ৪ ছক্কায় স্পর্শ করেন তিন অঙ্ক। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ১৪তম সেঞ্চুরি। চা বিরতির পর মেহেদী তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটে তার চতুর্থ সেঞ্চুরি। ২৩ বছর বয়সি এই ব্যা
Image
মোঃ মনোয়ার হোসেন (১৬ বছর) পিতাঃ মোঃ কুদরত আলী আলী গ্রামঃ পাঁচগাও পোঃ আঙ্গার গাড়া থানাঃ ভালুকা জেলাঃ ময়মনসিংহ । মনোয়ার হোসেন (১৬ বছর) দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্যে ৫ লক্ষ টাকা প্রয়োজন। তার অসহায় বাবার পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আপনাদের সাহায্য সহযোগিতা একান্তভাবে কাম্য ।                                  যোগাযোগঃ ০১৭৬১৫৮২১৭০, ০১৭২২৬৩৯২৯৯
৭০ টি ভাষায় ' আমি তোমাকে ভালোবাসি' ১.বাংলা= আমি তোমাকে ভালবাসি।  ২.ইংরেজি = আই লাভ ইউ।  ৩.ইতালিয়ান = তি আমো।  ৪.রাশিয়ান = ইয়া তেবয়া লিউব্লিউ।  ৫.কোরিয়ান = তাঙশিনুল সারাঙ হা ইয়ো।  ৬.কানাডা = নান্নু নিনান্নু প্রীতিসুথিন।  ৭.জার্মান = ইস লিবে দিস।  ৮.রাখাইন =অ্যাঁই সাঁইতে।  ৯.ক্যাম্বোডিয়ান=বোন স্রো লানহ্উন।  ১০.ফার্সি = দুস্তাত দারাম।  ১১.তিউনিশিয়া = হাহে বাক।  ১২.ফিলিপিনো = ইনবিগ কিটা।  ১৩.লাতিন = তে আমো।  ১৪.আইরিশ = তাইম ইনগ্রা লিত।  ১৫.ফ্রেঞ্চ  = ইয়ে তাইমে।  ১৬.ডাচ = ইক হু ভ্যান ইউ।  ১৭.অসমিয়া = মুই তোমাকে ভাল্ পাও।  ১৮.জুলু = মেনা তান্দা উইনা।  ১৯.তুর্কি = সেনি সেভিউর ম।  ২০.মহেলি = মহে পেন্দা।  ২১.তামিল = নান উন্নাই কাদালিকিরেন।  ২২.সহেলি = নাকু পেন্দা।  ২৩.ইরানি = মাহ্ন দুস্তাহ্ত দোহ্রাহম।  ২৪.হিব্রু = আনি ওহেব ওটচে (মেয়েকে ছেলেকে), আওটচা (ছেলেকে মেয়ে)।  ২৫.গুজরাটি = হুঁ তানে পেয়ার কার ছু।  ২৬.চেক = মিলুই তে।  ২৭.পোলিশ = কোচাম গিয়ে।  ২৮.পর্তুগিজ = ইউ আমু তে।  ২৯.বসনিয়ান = ভলিম তে।  ৩০.তিউনেশিয়ান = হা এহ বাদ।  ৩১.হাওয়াই = আলোহা ওয়াউ লা ওই।  ৩২.আলব

দক্ষিন আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষনা

Image
দক্ষিন আফ্রিকা সিরিজে ২ ম্যাচ টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষনা করেছে বিসিবি।  বিশ্রামের কারনে দল থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান।  এছাড়াও দল থেকে বাদ পড়েছেন নাসির হোসেন।   দলে ফিরেছেন  মাহমুদউল্লাহ রিয়াদ।  বাংলাদেশ দল: মুশফিকুর রহিম,  তামিম ইকবাল,  সৌম্য সরকার,  ইমরুল কায়েস,  মুমিনুল হক, সাব্বির রহমান,  মাহমুদউল্লাহ,  লিটন দাস,  মেহেদী হাসান মিরাজ,  তাইজুল ইসলাম,  মুস্তাফিজুর রহমান,  রুবেল হোসেন  শফিউল ইসলাম,  তাসকিন আহমেদ,  শুভাশিস রায়

World XI reach safely in Pakistan

Image
Cricketers of World XI have reached in Lahore,  Pakistan  to feature in 3 T20s against the host. At the end of two days practice camp in Dubai,  Faf du Plessis  and his co have moved to Lahore for their upcoming assignment. After reaching to Lahore, the cricketers of World XI have been taken to team hotel under a very strict security. It can be mentioned, World XI will feature in 3 T20s against the hosts Pakistan on 12, 13, and 15 September. All of the matches will be held at Gaddafi stadium in Lahore. Pakistan Cricket Board alongside it’s fans are very much excited about this tour of World XI. They are optimistic that with this tour, international cricket will again return to Pakistan. SO PCB are doing their best to attract the cricketers of this tour. To be noted, International Cricket has become uncertain in Pakistan after the brutal incident with visiting  Sri Lanka  cricket team in 2009. After that, no Test playing teams have made a visit to Pakistan for internatio

পাকিস্তান পৌঁছেছে বিশ্ব একাদশ

Image
স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সোমবার নিরাপদে দেশটিতে পৌঁছেছে বিশ্ব একাদশ। দুবাইয়ে দুই দিনের অনুশীলন ক্যাম্প শেষে সোমবার পাকিস্তানে পাড়ি জমায় ডু-প্লেসিস, তামিম ইকবাল, ড্যারেন স্যামিরা। পাকিস্তানে পৌঁছানোর পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দলীয় হোটেলে নিয়ে যাওয়া হয় সফরকারী বিশ্ব একাদশের ক্রিকেটারদের। উল্লেখ্য, পাকিস্তানে বিশ্ব একাদশের আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে নিরাপত্তার চাদরে ঢাকা হড়েছে পুরো লাহোর শহরকে। প্রসঙ্গত, আগামী ১২, ১৩ ও ১৫ই সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্ব একাদশ ও  পাকিস্তান  একাদশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটি। আর এই সিরিজের মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারো পাকিস্তানে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক তারকা ক্রিকেটারদের পদচারণা। উল্লেখ্য, ২০০৯ সালে পাকিস্তান সফররত  শ্রীলঙ্কা  ক্রিকেট দল সন্ত্রাসী হামলার শিকার হলে এরপর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট এক প্রকার অনিশ্চিত হয়ে পড়ে। মাঝে জিম্বাবুয়ে ও পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচ পাকিস্তানে আয়োজন করা হলেও দেশটিতে দ্ব

গেইলদের হারিয়ে সিপিএল চ্যাম্পিয়ন নাইট রাইডার্স

Image
গেইলদের হারিয়ে সিপিএল চ্যাম্পিয়ন নাইট রাইডার্স ব্রায়ান লারা স্টেডিয়ামে যে ধরনের লড়াই হওয়ার কথা ছিল তেমনটা হলো না। সিপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল বলেও যে ধরনের উত্তেজনা ভর করার কথা ছিল সেটাও হলো না। বলতে গেলে একরকম ম্যাড়মেড়ে ম্যাচই উপহার দিল এবারের সিপিএল টি-টোয়েন্টি ফাইনাল। এই ম্যাচে ক্রিস গেইলের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ত্রিনবাগো নাইট রাইডার্স। এ নিয়ে দ্বিতীয়বার শিরোপার মুকুট পরলো কলকাতা নাইট রাইডার্সের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। এর আগে ২০১৫ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসকে হারিয়ে শিরোপা জিতেছিল ত্রিনবাগো। সিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ২বার করে শিরোপা জিতেছে ত্রিনবাগো এবং জ্যামাইকা তালাহওয়াস। ত্রিনবাগো নাইট রাইডার্স টস জিতে ব্যাট করার আমন্ত্রণ জানায় ক্রিস গেইলের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিসকে। ব্যাট করতে নেমে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দেন গেইল। ৭ বল খেলে ১ রান করে আউট হয়ে যান। এভিন লুইস ১৬ রান করে আউট হন। পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ৯ বলে ৫ রান করে আউট হয়ে যান। ব্রেন্ডন কিং ১৯, জোনাথন কার্টার ২১ রান করে আউট হন। ৩০ রান ক

আর্জেন্টিনায় আসলে,তাদের খুজে পাওয়া যায়না।কিন্তু গোল তো অহরহ দিচ্ছে ক্লাব এ, জাতীয় দলে কি এমন সমস্যা?

Image
গতকাল ক্লাব এর হয়ে... -আগুয়েরো গোল পেল" -ডায়বালা গোল পাইল"  - হিগুয়েন ও গোল দিল " - মেসির হেট্রিক দেখলাম "  গতকাল ক্লাব এর হয়ে... -আগুয়েরো গোল পেল" -ডায়বালা গোল পাইল"  - হিগুয়েন ও গোল দিল " - মেসির হেট্রিক দেখলাম "  কিন্তু আর্জেন্টিনায় আসলে,তাদের খুজে পাওয়া যায়না।কিন্তু গোল তো অহরহ দিচ্ছে ক্লাব এ, জাতীয় দলে কি এমন সমস্যা? এখন যুক্তিতে আসি.... আর্জেন্টিনা বর্তমান এ যেই মিডফিল্ড নিয়ে খেলতেছে, সেটা কোনভাবেই একটা ওয়ার্ল্ড ক্লাস দলের সাথে মানায় না। আপনি যদি বলেন..মাঠের খেলায় আর্জেন্টিনা একটি সফল দল, তাহলে সেটা আমি কোনভাবেই মেনে নিবনা"! একজন রিকুয়েলমে বাদে,আর্জেন্টিনার ইতিহাস এ আমরা বিশ্বসেরা মিডফিল্ডার দেখার কল্পনাও করতে পারিনা! এই সমস্যা টা আর্জেন্টিনাকে লাস্ট ২০-২৫ বছর ধরে ভুগাচ্ছে। - বানেগা,বিগলিয়া,এদের মত মিডফিল্ডার দিয়ে ছোট দলের সাথে মিডফিল্ড কন্ট্রোল রাখা যায়, বীগ ম্যচ গুলোতে আমরা এই এক মিডফিল্ড এর কারনে,কি মারা খাচ্ছি সেটা সবাই ভাল করেই জানেন। আপনি বিশ্বের সেরা সেরা স্ট্রাইকার দলে এনে রেখে দিবেন,কিন্ত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা!

Image
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা! আগামী ১৭ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। সিরিজে ভারত ও অস্ট্রেলিয়া পাঁচটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি-২০ আন্তর্জাতিক ম্য়াচে অংশ নেবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজে পর ঘরের মাটিতে নিউজিল্য়ান্ড ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। বিশেষজ্ঞ মহলের ধারণা, অস্ট্রেলিয়া সিরিজের পরই মোটামুটি আভাস পাওয়া যাবে, ২০১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দলে কে কে জায়গা পেতে পারেন। বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড রওনা হওয়ার আগে ভারতীয় দলকে ঘঁষেমেজে তৈরি করার জন্য অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রী প্রায় দেড় বছরের মতো সময় হাতে পাচ্ছেন। তার আগে নজর রাখা যাক অস্ট্রেলিয়া সিরিজে সম্ভাব্য পনেরো সদস্যের ভারতীয় দলের দিকে-  ১. রোহিত শর্মা সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি। অস্ট্রেলিয়া সিরিজে তাঁকে রাখতেই হবে নির্বাচকদের। শ্রীলঙ্কা সিরিজে পরপর দু'ম্যাচে সেঞ্চুরি করে তাঁর অপরিহার্যতা আরও একবার প্রমাণ করে দিয়েছেন ভ